33 C
আবহাওয়া
৩:৩১ অপরাহ্ণ - মার্চ ১৫, ২০২৫
Bnanews24.com
Home » বাঁশখালীতে আগুনে পুড়ে ভাই-বোনের মৃত্যু

বাঁশখালীতে আগুনে পুড়ে ভাই-বোনের মৃত্যু

ভাই-বোন

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরলের কাহারঘোনায় বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় ২ শিশু পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সরল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকার পশ্চিম কাহারঘোনা আশিঘর পাড়ায় এ ঘটনা ঘটেছে। নিহতরা হল- ওই এলাকার মোহাম্মদ ইদ্রিসের ছেলে মোহাম্মদ মিনহাজ (১২) ও মেয়ে রুহি মনি (৩)।

স্থানীয়রা জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়লে ঘরের ভেতরে থাকা ইদ্রিসের এক ছেলে ও এক মেয়ে আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন টিম লিডার নুরুল বশর বলেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার টিম ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে বসতঘরে ঘুমন্ত অবস্থায় এক ছেলে ও এক কন্যা শিশু পুড়ে অঙ্গার হয়ে যায়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে দুই শিশুর মৃত্যু হয়েছে, তারা সম্পর্কে ভাই-বোন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ