25 C
আবহাওয়া
৭:০২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » টাঙ্গাইলে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১

টাঙ্গাইলে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১

টাঙ্গাইলে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত ১

বিএনএ, ঢাকা : টাঙ্গাইলের গোপালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। সোমবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সমেশপুর পেট্টল পাম্পের পূর্বপাশের সড়কে এ ঘটনা ঘটে।

রাত পৌনে ৮টার দিকে আহত খলিলকে গোপালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন। নিহত ব্যক্তির নাম মো. খলিল (৩৫)। তিনি উপজেলার ডুবাইল আটাপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে এবং বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিনের সমর্থক ছিলেন।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রকিবুল হক ছানার নির্বাচনী প্রচারণায় জেলা আওয়ামী লীগের একটি দল সন্ধ্যার দিকে গোপালপুর পৌঁছান। তারা থানার মোড়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অবস্থান করছিলেন। এসময় বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন ও তার সমর্থকরা ওই এলাকায় আসেন। একপর্যায়ে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের সাথে তাদের হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিক্রিয়ায় বিদ্রোহী প্রার্থী গিয়াস উদ্দিনের সমর্থকরা ওই এলাকায় নৌকা প্রতীকের একটি নির্বাচনী অফিস ভাঙচুর করেন। পরে নৌকা প্রতীকের সমর্থকরা গিয়াস উদ্দিনের বাসায় হামলা করে। তারা গিয়াস উদ্দিনের ভাইয়ের দোকানও ভাঙচুর করে। পরে গিয়াস উদ্দিনের গ্রাম ডুবাইল এলাকায় হামলার খবর পৌঁছালে সেখানে উত্তেজনা দেখা দেয়।

একপর্যায়ে তার সমর্থকরা মিছিল নিয়ে উপজেলা সদরের দিকে রওনা দিলে সোমেশপুর এলাকায় তাদের সাথে নৌকা প্রতীকের সমর্থকদের সংঘর্ষ বাধে। এসময় খলিল নামে এক ব্যক্তি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যৃ হয়।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

গোপালপুর থানার ওসি মোশারফ হোসেন বলেন, নির্বাচনী সহিংসতায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পৌরশহরে অতিরিক্ত পুলিশ মোতায়ের করা হয়েছে।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ