25 C
আবহাওয়া
৭:৩৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার : স্বামী আটক

চট্টগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার : স্বামী আটক

চট্টগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার : স্বামী আটক

বিএনএ, চট্টগ্রাম : চট্টগামের ডবলমুরিং থানার আসকারাবাদ মেমগলিতে আমেনা (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে।  এ ঘটনায় তার স্বামী রমজানকে আটক করা হয়েছে।

নিহত আমেনার বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার সিম্বুলা গ্রামে। আটক রমজান সিএনজি রিকসা চালক।

নিহত আমেনার এক প্রতিবেশী বলেন, পাঁচ মাস আগে এই ভাড়া বাসায় ওঠেন আমেনা বেগমের পরিবার। মাঝেমাঝে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। সর্বশেষ রোববার রাতেও ঝগড়া হয়েছিল। সকালে গিয়ে দেখি একদিকে ফ্যানের সাথে রশি ঝুলছিল অন্যদিকে ওড়না পেঁচানো অবস্থায় পড়ে আছে আমেনা বেগম মরদেহ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে তিনি আত্মহত্যা করেছে।  ওই নারীর স্বামীকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি টিমও ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ