18 C
আবহাওয়া
১:৫৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » শাহজালালে সিগারেট-কসমেটিক্সসহ আটক ৩

শাহজালালে সিগারেট-কসমেটিক্সসহ আটক ৩

শাহজালালে সিগারেট-কসমেটিক্সসহ আটক ৩

বিএনএ, ঢাকা : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ হাজার ৭০০ কার্টন সিগারেট এবং ১৫৪ কেজি কসমেটিক্সসহ ৩ জনকে আটক করেছে এয়ারপোর্ট আমর্ড পুলিশ (এপিবিএন) এবং ঢাকা কাস্টমস হাউস। আটকরা হলেন- সাজু (২৫), সুমন মিয়া (৩০) এবং জাবেদ মিয়া (২৩)।

সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বিমানবন্দরের আমদানি কার্গোর পার্কিং এলাকা থেকে মালামালসহ তাদের আটক করা হয়।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, মোহাম্মদ মঞ্জুর জেনারেল ট্রেডিং লিমিটেড নামক আমদানিকরক প্রতিষ্ঠানের নামে এবং নেক্সাস কুরিয়ারে আসা এসব মালামাল শুল্ক ফাঁকি দিয়ে আমদানী কার্গোর কুরিয়ার গেট এলাকায় কাভার্ড ভ্যানে বোঝাই করা হচ্ছিলো। খবর পেয়ে ওই স্থানে অভিযান এপিবিএন ও কাস্টমসের কর্মকর্তারা যৌথ অভিযান চালিয়ে মালামালগুলো আটক এবং তিনজনকে আটক করা হয়।

আলমগীর হোসেন আরও জানান, আটক মালামালের মধ্যে ৩০৩ এসএস ব্রাউন ২ লাখ ৪০ হাজার শলাকা, ইজি স্পেশাল গোল্ড ৯০ হাজার শলাকা এবং মোন্ড সুপার ক্রিম ১০ হাজার শলাকা সিগারেট রয়েছে। এছাড়া ডিঊ, গোরি, চাঁদনী, নেভিয়া, ফেস মিরাকল এবং গোল্ড সোয়ান ব্রান্ডের ১৫৪ কেজি কসমেটিক্স আটক করা হয়। এসব মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ বলে জানা গেছে।

আটক তিনজন ও আমদানীকারকসহ সংশ্লিস্টদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

বিএনএনিউজ/ এসকেকে/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ