29 C
আবহাওয়া
৬:০২ অপরাহ্ণ - আগস্ট ১৩, ২০২৫
Bnanews24.com
Home » চবিতে হবে হাল্ট প্রাইজের আন্তর্জাতিক আসর

চবিতে হবে হাল্ট প্রাইজের আন্তর্জাতিক আসর

চবিতে হবে হাল্ট প্রাইজের আন্তর্জাতিক আসর

বিএনএ, চবি (চট্টগ্রাম) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবার অনুষ্ঠিত হবে জাতিসংঘের সাথে অংশীদারিত্বে বিশ্বের বৃহত্তম ছাত্র সংগঠন ‘হাল্ট প্রাইজ’র বিজনেস প্রতিযোগিতার রিজিওনাল সামিট। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় রাউন্ডের বিজয়ী টিমগুলো অংশগ্রহণ করবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথম কোনো আয়োজনে বেশি সংখ্যক বিদেশি প্রতিযোগী অংশগ্রহণ করবে।

হাল্ট প্রাইজ ফাউন্ডেশনের গ্লোবাল ম্যানেজার হামদি বেন এলমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টিমকে এ তথ্য নিশ্চিত করেন।

হামদি বেন এলমি জানান, বাংলাদেশে এই প্রতিযোগিতার ২ টা ভেন্যুর মধ্যে প্রথমবারের মতো নির্বাচিত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

২০১৮ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজ অন ক্যাম্পাসে রাউন্ড হলেও এবারই প্রথম রিজিওনাল সামিট অনুষ্ঠিত হতে যাচ্ছে। চবিতে এবার এই প্রতিযোগিতার অন ক্যাম্পাস রাউন্ডে প্রায় ৩ শতাধিক টিম রেজিস্ট্রেশন করে। ফলে গ্লোবার র‍্যঙ্কিংয়ে ২য় অবস্থানে উঠে এসেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম।

এ বিষয়ে হাল্ট প্রাইজের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিরেক্টর তৌফিক আহমেদ উচ্ছাস বলেন, ‘এবারই প্রথম আমাদের ক্যাম্পাসে এই আয়োজনটা হচ্ছে। আশা করছি প্রতি বছরই দেশি-বিদেশি টিমগুলোর সমন্নয়ে একটি গ্লোবাল নেটওয়ার্ক তৈরি হবে চট্টগ্রামে।’

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ