Bnanews24.com
চট্টগ্রাম টপ নিউজ সব খবর স্পন্সর নিউজ

বিএনএ’র সম্পাদক-প্রকাশকের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বিএনএ’র সম্পাদক-প্রকাশকের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বিএনএ,চট্টগ্রাম:বাংলাদেশ নিউজ এজেন্সি(বিএনএ নিউজ ২৪.কম)’র সম্পাদক মিজানুর রহমান মজুমদার এবং প্রকাশক জাকির হোসেনের রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।সোমবার(৮ ফেব্রুয়ারি) বাদ আছর পোর্টল্যান্ড গ্রুপের প্রধান কার্যালয়ের এবাদত খানায় বিশেষ দোয়া মাহফিলে বিএনএ ও পোর্টল্যান্ড গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

মোনাজাত পরিচালনা করেন গ্রুপের ইমাম, হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মওলানা সৈয়দ মঈন উদ্দিন মোহাম্মদ হেলাল।

দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পোর্টল্যান্ড গ্রুপের উপ পরিচালক আবু মোঃ ফয়সাল, উপ পরিচালক মহিউদ্দিন শিমুল, ম্যানেজার, একাউন্টস হারুন অর রশিদ, বিএনিএ’র নির্বাহী সম্পাদক ইয়াসীন হীরা, ডেপুটি হেড অব নিউজ সৈয়দ গোলাম নবী, পোর্টল্যান্ড গ্রুপের এডমিন এন্ড এইচ আর মোঃ ফিরোজ আলম, ম্যানেজার, সহ ম্যানেজার, একাউন্টস মোঃ আরিফুল ইসলাম, সহ:ম্যানেজার, একাউন্টস মোঃ আলী হায়দার, সহ: ম্যানেজার, এডমিন মোঃ জাফর ইকবাল, সিনি: অফিসার এডমিন, এ কে এম এহসানুল হক, অফিসার, এডমিন মোঃ ফয়েজ-উজ-জামান।এছাড়াও মো: আশিকুর রহমান,আশিক ইকবাল অপু,এস এম মেহেদী হাসান,রিপন ইসলাম নয়ন,সাইফুর রহমান শামীম,হারুন অর রশিদ, দিদার হোসেন টিপু উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ নিউজ এজেন্সি(বিএনএ নিউজ ২৪.কম)এর সম্পাদক মিজানুর রহমান মজুমদার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।তার শারিরীক অবস্থা উন্নতির দিকে। অন্যদিকে বিএনএ’র এমডি ও  প্রকাশক জাকির হোসেন রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিএনএনিউজ/আরকেসি