21 C
আবহাওয়া
১২:১৩ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাকে ওএসডি

চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাকে ওএসডি

চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাকে ওএসডি

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবালকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

গত সোমবার (৬ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উনি-২ শাখার উপসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, শাব্বির ইকবালকে জেলা পরিষদ থেকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংযুক্ত করা হয়েছে।

সূত্র বলছে শাব্বির ইকবাল ২৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন।

এর পর তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পরে পদোন্নতি পেয়ে তিনি চট্টগ্রাম জেলা পরিষদে প্রায় ৪ বছর সচিব পদে দায়িত্ব পালন করেন। এরপর ২০২০ সালের ৭ আগস্ট চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নেন।

বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী 

 

Loading


শিরোনাম বিএনএ