বিএনএ, কক্সবাজার: কক্সবাজারে নিখোঁজের ৮ ঘন্টা পর আল মুহাম্মুদ হক আহাদ (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।ডিসির পাহাড় এলাকার নিজ বাড়ির অদূরেই একটি খালি প্লটের ভেতর তার মরদেহ পাওয়া যায়।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাত ১টার দিকে শহরের কলাতলী ১২নং ওয়ার্ডে এঘটনা ঘটে।
শিশু আহাদ ডিসির পাহাড় এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
প্রতিবেশী সুলতান মাসুদ জানান, মঙ্গলবার বিকাল ৫টার দিকে শিশু আহাদ নিখোঁজ হয়। তারপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা। একপর্যায়ে রাত ১টার দিকে বাড়ির পাশের সীমানা দেয়াল দিয়ে ঘেরা একটি খালি প্লটে শিশুটির মরদেহ পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মূলত হাসপাতালে নেয়ার আগেই শিশুটি মারা যায় বলে জানান চিকিৎসক।
শিশুটির গলায় চাপ দেয়ার চিহ্ন রয়েছে। তবে শরীরের অন্য কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই।
শিশু আহাদ এর মরদেহ উদ্ধারের বিষয়ে পুলিশের কোন বক্তব্য জানা যায়নি।
বিএনএনিউজ / আরএস/এইচমুন্নী