17 C
আবহাওয়া
২:২৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » নির্বাচনে ইসলামি দলগুলোর সব প্রার্থীর পরাজয়

নির্বাচনে ইসলামি দলগুলোর সব প্রার্থীর পরাজয়


বিএনএ, ঢাকা: দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হয়েছে ৭ জানুয়ারি। ৮ জানুয়ারি বিকাল পর্যন্ত নির্বাচন কমিশন ২৯৮টির বেসরকারি ফলাফল ঘোষণা করেছে। এবার জাতীয় সংসদ নির্বাচনে ৭টি ইসলামি দলের মোট প্রার্থী ছিল ২৭৬ জন। এর মধ্যে একজন প্রার্থীও জয় লাভ করেননি।

যদিও এ নির্বাচনে ৪১.৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।  নির্বাচন কমিশন ঘোষিত ২৯৮টি আসনের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ২২২টি, জাতীয় পার্টি ১১টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ১টি, জাসদ ১টি এবং বাংলাদেশ কল্যাণ পার্টি ১টি আসনে বিজয়ী হয়েছে। অপরদিকে ৬২টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

এবারের নির্বাচনে অংশ নেয়া ৭টি ইসলামি দলগুলো হচ্ছে- ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, জাকের পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ তরিকত ফেডারেশন ও বাংলাদেশ সুপ্রিম পার্টি।

এরমধ্যে ইসলামী ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী ছিল ৩৯ জন, ইসলামী ঐক্যজোটের ৪২ জন, জাকের পার্টির ২১ জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ৩৭ জন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের ১১ জন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের ৩৮ জন ও বাংলাদেশ সুপ্রিম পার্টির ৭৯ জন।

নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪৯টি রাজনৈতিক দলের মধ্যে ইসলামি দল হচ্ছে ১১টি। এরমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নির্বাচনে অংশ নেয়নি। ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচনের অংশ নেয়ার আপত্তি ছিল তাদের।

বিএনএ/এমএফ/এইচ মুন্নী

Loading


শিরোনাম বিএনএ