14 C
আবহাওয়া
৯:২৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » গণতন্ত্র আরও সুসংহত হয়েছে: প্রধানমন্ত্রী

গণতন্ত্র আরও সুসংহত হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী

বিএনএ, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র আরও সুসংহত হয়েছে ।  এবারের নির্বাচন একটি যুগান্তকারী ঘটনা। নির্বাচন নিয়ে আগে কখনো এত আগ্রহ দেখিনি। দেশের মানুষ স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছে।বিকাল সাড়ে তিনটার দিকে গণভবনে এই অনুষ্ঠান শুরু হয়।

সোমবার(৮ জানুয়ারি) দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

নির্বাচনে আওয়ামী লীগ ২২৫টি আসনে জয় পেয়ে সরকার গঠন করতে যাওয়ায় তিনি এটাকে ‘জনগণের বিজয়’ বলেও উল্লেখ করে তিনি।

শেখ হাসিনা বলেন, আমার পথচলা সহজ ছিল না। তবু কখনো দমে যাইনি। নির্বাচন যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে সেটা প্রমাণ হয়েছে। গণতন্ত্র আরও সুরক্ষিত হয়েছে।

তিনি বলেন, মানুষের ভোটাধিকার নিশ্চিত করাই লক্ষ্য। এবারের নির্বাচনে নিজেদের প্রার্থী মনোনয়ন করার পাশাপাশি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। এই বিজয় জনগণের বিজয়।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ