14 C
আবহাওয়া
৯:১৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলের হামলায় ৭৩ ফিলিস্তিনি নিহত

২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলের হামলায় ৭৩ ফিলিস্তিনি নিহত


 বিশ্ব‌ডেস্ক:  গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলের হামলায় ৭৩ ফিলিস্তিনি নিহত ও ৯৯ জন আহত হয়েছে, ব‌লে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জা‌নি‌য়ে‌ছে।

সোমবার(৮ জানুয়া‌রি ২০২৪) সকা‌লে এ তথ‌্য জানানো হয়।

আল জা‌জিরা জানায়, ডাব্লুএইচও বলেছে, গাজার আল-আকসা হাসপাতালের ৬০০ জন রোগী ও স্বাস্থ্যকর্মীর কোন খোঁজ পাওয়া যা‌চ্ছে না ।

 মার্কিন পররাষ্ট্রমন্ত্র অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, তিনি গাজায় সাহায্যের প্রবাহ বাড়ানোর জন্য “সম্ভব সবকিছু করা প্রয়োজন” তা ইসরা‌য়েল‌কে উত্থাপন করবেন। গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৯হাজার ৭০০ শিশু সহ – কমপক্ষে ২২হাজার ৮৩৫  জন নিহত হয়েছে। ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় প্রায় ১১৩৯ জন নিহত হয়েছে।

 

ইসরায়েলের সামরিক বাহিনী গাজার  খান ইউনিসের ওপর ৩০টি হামলার কথা জা‌নি‌য়ে‌ছে। ইসরায়েলি সেনাবাহিনী ভূগর্ভস্থ টানেল এবং অস্ত্র স্টোরেজ সুবিধা সহ খান ইউনিসের “৩০টি উল্লেখযোগ্য লক্ষ্যবস্তুতে” রাতারাতি হামলার দাবি করেছে। “এই স্ট্রাইকগুলি এলাকায় স্থলভাগে অপারেশনাল কার্যক্রম অব্যাহত রাখতে সহায়তা করবে,” আই‌ডিএফ জানায়।

ইসরায়েলের দিকে রকেট ছোড়া হয়েছে এমন এলাকায় দশজন ফিলিস্তিনি যোদ্ধাকে চিহ্নিত করা হয়েছে। সেনাবাহিনী আরও বলেছে যে তারা মাগাজিতে একটি অস্ত্র স্টোরেজ সুবিধায় আঘাত করার জন্য একটি যুদ্ধবিমান ব্যবহার করেছে, “যেটিতে দূরপাল্লার রকেট সংরক্ষণ করা হয়েছিল”।

বিএনএ, এস‌জিএন

 

Loading


শিরোনাম বিএনএ