24 C
আবহাওয়া
৯:৫২ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ইসরায়েলের হাইফা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের হাইফা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

ইরাক

বিএনএ, ডেস্ক :হামাস-ইসরায়েল যুদ্ধ থামার কোন লক্ষণই দেখা যাচ্ছেনা। গাজায় গণহত্যা অব্যাহত রাখলেও বিভিন্ন ফ্রন্ট থেকে হামলার শিকার হচ্ছে  ইসরায়েল । তার মধ্যে  ‘ইসলামি রেসিস্ট্যান্স ইন ইরাক’ অন্যতম । তারা ইসরায়েলের বন্দর নগরী হাইফার একটি ‘গুরুত্বপূর্ণ টার্গেটে’ হামলা চালিয়েছে।

ওই হামলায় উন্নত প্রযুক্তির দূরপাল্লার ‘আল-আরকাব’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইরাকি রেসিস্ট্যান্স ফোর্স বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায়  চলমান গণহত্যার শিকার ফিলিস্তিনি নারী, শিশু ও বৃদ্ধদের প্রতি সংহতি জানিয়ে হাইফায় হামলা চালানো হয়েছে।

ইরাকের প্রতিরোধ আন্দোলন একইসঙ্গে সিরিয়ার কাছ থেকে দখল করা ইসরায়েলের গোলান মালভূমির একটি সামরিক লক্ষ্যবস্তুতেও আঘাত হানার কথা ঘোষণা করেছে। এ ধরনের হামলা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও প্রত্যয় জানিয়েছে ইরাকের প্রতিরোধ আন্দোলন।

৭ অক্টোবর গাজা উপ্যত্যকায় ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে ইরাকের প্রতিরোধ আন্দোলন ইসরাইলি লক্ষ্যবস্তুর পাশাপাশি তেল আবিবের প্রধান পৃষ্ঠপোষক মার্কিন বাহিনীর ঘাঁটিগুলোতে হামলা চালানোর হুমকি দেয়। তখন থেকে  ধারাবাহিকভাবে এ ধরনের হামলা চালিয়ে আসছে তারা।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ