14 C
আবহাওয়া
৯:২২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » বগুড়ায় পিকআপ ভ্যানে আগুন

বগুড়ায় পিকআপ ভ্যানে আগুন

আগুন

বিএনএ ডেস্ক: বগুড়া সদর উপজেলায় একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার এরুলিয়া বাজারের বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।

বগুড়া সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রহিম রানা জানান, রোববার রাতে একটি পিকআপ ভ্যান জেলার দুপচাঁচিয়া থেকে চারমাথা দিকে যাচ্ছিল। পথে এরুলিয়া বাজার এলাকায় বাতাসের জন্য চালক পিকআপের গতি কিছুটা কমিয়ে দেন। এই সুযোগে কিছু দুর্বৃত্ত গাড়িতে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

তিনি বলেন, পিকআপচালক পুরোপুরি সুস্থ আছেন। আগুনে বাহনটির কেবিন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোটের রাতে আতঙ্ক ছড়াতে নাশকতাকারীরা এ ঘটনা ঘটিয়েছে। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। এ বিষয়ে সদর থানায় মামলা করা হবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ