31 C
আবহাওয়া
১২:৪৩ অপরাহ্ণ - এপ্রিল ১৬, ২০২৫
Bnanews24.com
Home » রাঙ্গুনিয়ায় অটোরিকশার ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

রাঙ্গুনিয়ায় অটোরিকশার ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় অটোরিকশার ধাক্কায় আহত জাহানারা বেগম (৭৪)নামে এক বৃদ্ধা মারা গেছেন। শনিবার (৭ জানুয়ারি) দিবাগত রাত পৌনে দুইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর  মৃত্যু হয়।

জাহানারা বেগম রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সৈয়দবাড়ি এলাকার মরহুম মুজিবুল ইসলামের স্ত্রী। গত ১৯ ডিসেম্বর রাস্তা পারাপারের সময় দুর্ঘটনার শিকার হন তিনি। এরপর থেকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী  এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানান , ওই বৃদ্ধার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ