বিএনএ,ডেস্ক : চীনে জিয়াংশি প্রদেশে সড়ক দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছে ২২জন । চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভি রোববার জানায়,স্থানীয় সময় শনিবার রাত ১টার দিকে নানচাং কাউন্টির ইউলান শহরকে সংযোগকারী মহাসড়কে বড় ধরনের ওই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১৭ জনের মৃত্যু হয় এবং আহত ২২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ঘনকুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।
গণমাধ্যম টিআরটি নিউজ জানায়, ওই দুর্ঘটনার খবর আসার ঘণ্টাখানেক পর নানচাং কাউন্টি ট্রাফিক পুলিশ এক বার্তায় জানায়, ঘন কুয়াশার কারণে ওই এলাকায় দৃষ্টিসীমা কমে এসেছে। সে কারণে চালকদের ধীরগতিতে, সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়।
গত সেপ্টেম্বরে, দক্ষিণ-পশ্চিম গুইঝো প্রদেশের কোয়ারেন্টাইন সুবিধার আওতায় থাকা একটি বাস উল্টে ২৭ জনের মৃত্যু হয়েছিল।
বিএনএ/ ওজি