17 C
আবহাওয়া
৫:৫১ পূর্বাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » পাকিস্তানে তুষারপাতে ২২ মৃত্যু

পাকিস্তানে তুষারপাতে ২২ মৃত্যু

পাকিস্তানে তুষারপাতে ২২ মৃত্যু

বিএনএ ডেস্ক : পাকিস্তানের মারিতে ভারী তুষারপাতের মধ্যে যানবাহনে আটকে থাকা কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। এ সময় তাপমাত্রা ছিল মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াস (১৭.৬ ফারেনহাইট)-এ নেমে যায় ।  শনিবার(৮ জানুয়ারী) ডন এ তথ্য জানায়।

ইসলামাবাদের পুলিশ কর্মকর্তা আতিক আহমেদ বলেছেন, নিহত ২২ জনের মধ্যে আটজন সহকর্মী পুলিশ অফিসার নাভিদ ইকবালের পরিবারের সদস্য, যিনি নিজেও মারা গেছেন।

রেসকিউ সার্ভিসের চিকিৎসক আবদুর রহমান জানান, আটকে পড়া পর্যটকদের তাদের গাড়ি থেকে সরিয়ে নেওয়ার পর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ জন, যার মধ্যে ১০ জন পুরুষ, ১০ শিশু এবং দু’জন মহিলা রয়েছেন।

রাজধানী ইসলামাবাদ থেকে ২৮ মাইল (৪৫.৫ কিলোমিটার) উত্তরে অবস্থিত মারি একটি জনপ্রিয় শীতকালীন রিসোর্ট যা বছরে ১০ লাখেরও বেশি পর্যটককে আকর্ষণ করে। শহরের দিকে যাওয়ার রাস্তাগুলো প্রায়শই শীতকালে তুষারে অবরুদ্ধ থাকে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ