24 C
আবহাওয়া
৩:৫৩ অপরাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে ১৪ জুয়াড়ি গ্রেপ্তার

চট্টগ্রামে ১৪ জুয়াড়ি গ্রেপ্তার

চট্টগ্রামে ১৪ জুয়াড়ি গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে জুয়ার আসর থেকে ১৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার ( ৭ জানুয়ারি) নগরীর পাঁচলাইশ মডেল থানাধীন হাদুমাঝি পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার ৫ বান্ডিল তাস ও নগদ ১০ হাজার ৫৮৭ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-মো. সোহেল (৩৪), মো. শাহিন আলম (৩৫), মো. রাজীব (৩০), মো. আশরাফ আলী (৩৪), কৃষ্ণ চন্দ্র বর্মন (২৬), মো. মনোয়ার হোসেন মনা (৩৭), মো. রুহুল আমিন (২৭), মো. খলিল (৩৮), মো. রুবেল (২৬), রাশেদ মোহাম্মদ বাবু (৩৯), মো. হৃদয় (২৩), মো. আবুল কাশেম প্রকাশ চান মিয়া (৫০), মো. নুর আলম (৬২) ও মো. মিরাজ (২৮)।

সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জনসংযোগ কর্মকর্তা শাহাদাৎ হুসেন রাসেল বলেন, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর পাঁচলাইশ মডেল থানা এলাকা  থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫ বান্ডিল তাস ও নগদ ১০ হাজার ৫৮৭ টাকা জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে নগরীর পাচলাইশ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ