35 C
আবহাওয়া
৪:৪৯ অপরাহ্ণ - মে ২১, ২০২৪
Bnanews24.com
Home » হাইতিতে দুই সাংবাদিককে পুড়িয়ে হত্যা

হাইতিতে দুই সাংবাদিককে পুড়িয়ে হত্যা


বিএনএ, বিশ্বডেস্ক : হাইতিতে দুই সাংবাদিককে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে একদল সন্ত্রাসী।বৃহস্পতিবার (৬ জানুয়ারি) এ ঘটনা ঘটে।

সংবাদ সংস্থা  এএফপি জানায়, বৃহস্পতিবার পোর্ট-আ-প্রিন্স শহরের বাইরে আমাদি জন ওয়েসলি এবং উইলগুয়েন্স লুইসাইন্ট নামে দুই সাংবাদিককে হত্যা করে সন্ত্রসীরা।

ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে রেডিও স্টেশনটির পরিচালক ফ্রাঙ্কি আট্টি বলেন, জন ওয়েসলি রাজধানীর বাইরে লাবুলে ১২ এলাকার নিরাপত্তা নিয়ে প্রতিবেদন করতে যান। এ সময় একদল সন্ত্রাসী প্রথমে তাদেরকে মারধর ও পরে জীবন্ত আগুনে পুড়িয়ে হত্যা করে। আমরা এই বর্বর কাজের নিন্দা জানাচ্ছি।

এদিকে শুক্রবার (৭ জানুয়ারি) সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করা রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) দুই সাংবাদিক হত্যার নিন্দা জানিয়েছে। একই সঙ্গে তারা হাইতি সরকারকে ওই ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ