20 C
আবহাওয়া
১২:০০ অপরাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » দক্ষিণ আফ্রিকায় করোনায় তিন বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় করোনায় তিন বাংলাদেশির মৃত্যু


বিএনএ, বিশ্বডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত দুই দিনে তাদের মৃত্যু হয়।

করোনায় মারা যাওয়া তিন বাংলাদেশি হলেন, নোয়াখালীর মিজানুর রহমান সবুজ, কুমিল্লার মনিরুল ইসলাম, ঢাকার শেখ রাসেল।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের জার্মিস্টনের প্রিমরোজ এলাকায় মিজানুর রহমান সবুজ রোববার করোনা উপসর্গ নিয়ে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ৭ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে মৃত্যুবরণ করেন তিনি। নিহত মিজানুর রহমান সবুজ নোয়াখালীর মাইজদীর দুর্গানগর গ্রামের পাটওয়ারীর বাড়ির বাসিন্দা।

দেশটির লিম্পোপু প্রভিন্সের মেসিনা শহরে মনিরুল ইসলাম নামে এক প্রবাসী বাংলাদেশি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি তিন দিন আগে করোনা আক্রান্ত হয়ে জোহানেসবার্গের নিকটবতী বক্সবার্গ (ও আর থাম্বু) হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় ৬ জানুয়ারি সকাল ১০টায় মারা যান।

নিহত মনিরুল ইসলাম কুমিল্লা জেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন থেকে মেছিনা শহরে ব্যবসা করে আসছিলেন।

এদিকে দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেইট প্রভিন্সের প্যারিস শহরে করোনার লক্ষণ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেখ রাসেল নামে এক বাংলাদেশি মারা গেছেন।তিনি গত দুই সপ্তাহ থেকে জ্বর-সর্দি ও কাশিতে ভুগছিলেন এবং স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ জানুয়ারি সকালে মারা গেছেন। শেখ রাসেল ঢাকা জেলার কামরাঙ্গীরচরের বাসিন্দা।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ