বিএনএ,ঢাকা: পৌষ মাসেও দেশে শীতের প্রকোপ কম।জানুয়ারির শুরুতে তাপমাত্রা কমে শীত বাড়লেও গত কয়েক দিন ধরে সব স্থানেই তাপমাত্রার পারদ বেড়েছে।তবে আসছে সপ্তাহের শেষ দিকে শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (৮ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,আগামি ১২ তারিখের পর দেশের উত্তরাঞ্চল থেকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।এর একদিন আগে থেকেই তাপমাত্রা কমবে।এর আগ পর্যন্ত দেশে তাপমাত্রা কিছুটা বাড়বে।শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।সারাদেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন,চলতি মাসে দুটি শৈত্যপ্রবাহ আসতে পারে। এর মধ্যে একটি খুব তীব্র আকার ধারণ করার সম্ভাবনা আছে।এ সময় তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে নামার আশঙ্কা রয়েছে।অন্যটি মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বলে জানান তিনি।
বিএনএনিউজ/আরকেসি