31.3 C
আবহাওয়া
২:২৫ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৪
Bnanews24.com
Home » মাদকে জড়িত কোনো সদস্য পুলিশে থাকবে না: আইজিপি

মাদকে জড়িত কোনো সদস্য পুলিশে থাকবে না: আইজিপি

পুলিশকে দুর্নীতিমুক্ত করতে শুদ্ধি অভিযান চলছে: আইজিপি

বিএনএ,ঢাকা:পুলিশের কেউ যদি অন্যায় করে তাকে লাইনে আনতে কঠোর আচরণ করা হবে বলে জানিয়েছেন আইজিপি ড. বেনজির আহমেদ।পুলিশকে দুর্নীতিমুক্ত করতে শুদ্ধি অভিযান চলছে বলেও জানান তিনি।

শুক্রবার (৮ জানুয়ারি)  ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায়  ড. বেনজির আহমেদ আরও বলেন, পুলিশ বাহিনীর সদস্যরা যদি  বাইরে গিয়ে দায়িত্বের ঊর্ধ্বে থেকে কোনো অপকর্ম করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।বাহিনীকে দুর্নীতিমুক্ত করতে কাজ চলছে।শুরুতে মোটিভেশনাল এক্টিভিটিস এবং ডিসিপ্লিন নিয়ে কাজ করা হচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে পুলিশে ‘ব্রুটালিটি’ বা নিষ্ঠুরতা কো অবস্থাতেই কাম্য নয়।পুলিশের কাছে অসংখ্য আইনগত ক্ষমতা রয়েছে। এক্ষেত্রে মাথা,বিবেক ও আইনের শক্তি প্রয়োগ করতে হবে।পেশী শক্তি নয়, আইন প্রয়োগের মাধ্যমে সমাজের পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণকে সেবা দেয়া যায়। পুলিশের লক্ষ্য, অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ব্যত্যয়ে শূন্য সহিষ্ণুতা।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, পুলিশ ভালো কাজের উৎসাহ চায়।আর বাহিনীর যে সদস্য খারাপ কাজ করবেন তা সাংবাদিকরা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরবেন।অনেক ক্ষেত্রে দেখা যায় বিচারের আগে বিচার শেষ হয়ে গেছে।যেহেতু সাংবাদিকরা ওপিনিয়ন বিল্ডার, তাই তাদেরকে কলমের শক্তি সম্পর্কে পুরোপুরি সচেতন থাকতে হবে।মুহুর্তের মধ্যে সাংবাদিকরা কোটি কোটি মানুষকে ‘মোটিভেট’ করতে পারে।যা অনেক সময় সমাজের গতিপ্রকৃতি পরিবর্তন হয়ে যায়।পুলিশ বাহিনীতে যদি কেউ খারাপ কাজ করেন, সে অন্য কাজের জন্য ডিসিপ্লিনের ক্ষেত্রে চরম নিষ্ঠুরতা দেখানো হয়। আবার যদি ন্যায় ও ন্যায্য সংক্রান্ত সাহায্য প্রয়োজন হয়, তখন সে ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করা হয়।

মাদক প্রসঙ্গে আইজিপি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোরভাবে কাজ করছে। পুলিশের মধ্যে যদি কোনো মাদকসেবী থাকে তাহলে তাকে বাহিনী থেকে বের করে দেয়া হচ্ছে।বাহিনীর সব পর্যায়ের কর্মকর্তাদের ডোপ টেস্ট করা হচ্ছে। কেউ মাদক সেবন কারেন না কিন্তু মাদকের সঙ্গে জড়িত, এমন পুলিশ সদস্যদের চিহ্নিত করে তাদেরও চাকরিচ্যুত করা হচ্ছে। মাদকে জড়িত কোনো সদস্য পুলিশে থাকবে না।

তিনি বলেন, গত বছর সরকারের নির্দেশনায় পুলিশ বাহিনী ঐক্যবদ্ধভাবে করোনা মোকাবিলা করেছে। এ বছরেও একইভাবে করোনা মোকাবিলায় কাজ করা হচ্ছে। পশ্চিমা বিশ্ব করোনা মোকাবিলায় হিমশিম খেয়েছে। কিন্তু দেশে আধুনিক রিসোর্স না থাকা সত্ত্বেও সরকারের নেতৃত্বে করোনা মোকাবিলা হয়েছে।

ড. বেনজীর বলেন,রাজধানীর কলাবাগানে ‘ও’ লেভেল শিক্ষার্থী আনুশকা নুর আমিনকে ধর্ষণের পর হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।এ ঘটনার পর আনুশকার বন্ধুকে গ্রেফতার করা হয়েছে।তার বিরুদ্ধে মামলাও দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তাও তদন্তে নিশ্চিত হওয়া যাবে।মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে কিনা সেটি নিশ্চিত হতে ময়না তদন্ত ও ডিএনএ পরীক্ষা করা হচ্ছে বলে জানান তিনি।

 

সভায় উপস্থিত ছিলেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ক্র্যাব এর সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু প্রমুখ। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন ক্র্যাবের সদস্যরা।

বিএনএনিউজ/আরকেসি

 

 

 

 

 

Loading


শিরোনাম বিএনএ