14 C
আবহাওয়া
৯:৩১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » ফেনসিডিল-গাঁজাসহ কারবারি ধরা

ফেনসিডিল-গাঁজাসহ কারবারি ধরা

ফেনসিডিল-গাঁজাসহ কারবারি ধরা

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ১শ’ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজাসহ মো. ইমাম হোসেন (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকালে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট এলাকা তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার মো. ইমাম হোসেন সীতাকুণ্ড থানাধীন বারুলিয়া মাজার এলাকার মো. ইদ্রিস আলীর ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, ওই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১শ’ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি মো. ইমাম হোসেনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্যের দাম ১ লাখ ৩০ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন যাবত ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে ফেনীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক সেবীদের কাছে ক্রয়-বিক্রয় করে আসছে বলে তিনি জানান।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ