15 C
আবহাওয়া
৮:০৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১২, ২০২৪
Bnanews24.com
Home » ইংল্যান্ডে সবচেয়ে জনপ্রিয় ছেলেদের নাম ‘মোহাম্মদ’

ইংল্যান্ডে সবচেয়ে জনপ্রিয় ছেলেদের নাম ‘মোহাম্মদ’

‘মোহাম্মদ’

বিশ্ব ডেস্ক :  ইংল্যান্ড একটি খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও সাম্প্রতিক এক প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশটিতে জন্ম নেওয়া শিশুদের মধ্যে সবচেয়ে বেশি ছেলেদের নাম রাখা হচ্ছে ‘মোহাম্মদ’

অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে মোহাম্মদ নামটি ইংল্যান্ডের মানুষের কাছে শিশুদের জন্য প্রথম পছন্দ হয়ে উঠেছে। ২০২২ সালে এই নামটি ছিল দ্বিতীয় স্থানে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে ইংল্যান্ডে জন্ম নেওয়া ৪,৬৬১ ছেলেকে মোহাম্মদ নাম দেওয়া হয়েছে, যা ২০২২ সালের তুলনায় ৪৮৪ বেশি। ওএনএস আরও জানায়, ইংল্যান্ড ও ওয়েলসের অন্তত ১০টি এলাকায় মোহাম্মদ সবচেয়ে জনপ্রিয় ছেলেদের নাম হিসেবে শীর্ষে রয়েছে। একইসঙ্গে ব্রিটিশ রাজধানী লন্ডনেও অসংখ্য শিশুকে এই নাম দেওয়া হয়েছে।

শীর্ষ তিনটি নাম

২০২৩ সালে ইংল্যান্ড ও ওয়েলসের ছেলেদের জন্য সবচেয়ে জনপ্রিয় তিনটি নাম হলো:

  1. মোহাম্মদ
  2. নোয়া
  3. অলিভার

অন্যান্য জনপ্রিয় নাম

এছাড়া পরিবার থেকে প্রভাবিত হয়ে রাজ, সেন্ট, সাম-এর মতো নামগুলোও বেশ জনপ্রিয় হয়ে উঠছে। মৌসুমের নাম যেমন- অটাম এবং সামার, কিংবা সপ্তাহের দিন যেমন- সানডে এবং ওয়েডনেসডে, ধীরে ধীরে বেশি ব্যবহার হচ্ছে।

এই প্রবণতা ইঙ্গিত দেয় যে, ইংল্যান্ডের সমাজে নামকরণে ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্য বাড়ছে এবং মুসলিম জনগোষ্ঠীর ক্রমবর্ধমান প্রভাব ফুটে উঠছে।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ