বিএনএ, ঢাকা : বিভিন্ন গণমাধ্যমে সম্প্রতি একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। খবরটিকে মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। শনিবার (৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
প্রেস উইংয়ের ভেরিফায়েড ফ্যাক্ট চেকিং ফেসবুক পেজে বলা হয়, ‘এটা মিথ্যা ও বানোয়াট খবর। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন- ‘বাংলাদেশ তাদের নিয়মিত কার্যক্রম ছাড়া, দেশের কোনো অংশে কোনো ড্রোন মোতায়েন করেনি। ’এই সংবাদটি বাংলাদেশের বিরুদ্ধে একটি সাজানো অভিযানের অংশ।’
এর আগে পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ ড্রোন মোতায়েন করেছে দাবি করে প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও নবভারত। প্রতিবেদনে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক ‘বায়রাকতার টিবি ২’ ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী