15 C
আবহাওয়া
১১:২৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১২, ২০২৪
Bnanews24.com
Home » সাজেক থেকে ফেরার পথে জিপ উল্টে আহত ১০ পর্যটক

সাজেক থেকে ফেরার পথে জিপ উল্টে আহত ১০ পর্যটক


বিএনএ, খাগড়াছড়ি : রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে জিপ উল্টে খাদে পড়ে ১০ পর্যটক আহত হয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) সকালে সাজেকের হাউজ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা সাভারের ধামরাই ও ব্রাহ্মণবাড়িয়া থেকে সাজেক ভ্রমণে গিয়েছিলেন।

আহতদের মধ্যে জাকির, আরফান, সবুজ, সাইফুল, উজ্জ্বল নামে চারজনের অবস্থা গুরুতর। আহত অন্যদের পরিচয় এখনও জানা যায়নি।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনক সরকার বলেন, সাজেক ভ্রমণ শেষে জিপ গাড়িতে সকালে খাগড়াছড়ি ফিরছিলেন পর্যটকেরা। হঠাৎ গাড়িটি উল্টে সড়কের পাশে প্রায় ৩০ ফুট নিচে পাহাড়ের খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা ১০ পর্যটক আহত হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ