বিএনএ , চট্টগ্রাম : চট্টগ্রামের রাউজানে দায়ারঘাটা এলাকার চট্টগ্রাম-রাঙামাটি সড়কে ট্রাকের ধাক্কায় আব্দুল কাদের নামে (৩২)এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল কাদের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারির পোর্ট লিঙ্ক সংলগ্ন এলাকার আবদুস ছগিরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে আব্দুল কাদের বাড়ি থেকে সিএনজি নিয়ে বের হন। এরপর যাত্রী নিয়ে তিনি রাউজানে যায়। যাত্রীদের নামিয়ে দিয়ে ফেরার উদ্দ্যেশ্যে রাউজান পৌরসভার দায়ারঘাটা এলাকায় সড়কের একপাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন চালক আব্দুল কাদের।
সকাল ৭টার দিকে পেছন থেকে অতর্কিতভাবে এসে দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হয় সিএনজি চালক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানালেন রাউজান হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার।
বিএনএ/ ওজি/শাম্মী