18 C
আবহাওয়া
৮:৪০ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৩, ২০২৫
Bnanews24.com
Home » বাংলাদেশ ভারত দখল করবে!

বাংলাদেশ ভারত দখল করবে!


বিএনএ ডেস্ক : ভারত- বাংলাদেশের সর্ম্পক তিক্ততার চরম পর্যায়ে পৌঁছেছে। দুই দেশের সরকার ও জনগণ এখন বক্তব্যের মাধ্যমে বাহাস যুদ্ধে লিপ্ত হয়েছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে ঢাকায় ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠন প্রতিবাদ র‍্যালি করে ভারতের হাইকমিশনে স্বারকলিপি দিয়েছে।

ভারতে বিখ্যাত মুসলিম নিদর্শন আজমির শরিফ দখলের ষড়যন্ত্র ও সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ এবং আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে এই স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি, ভারতের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, বাড়াবাড়ি করলে ভারতকেই দখল করে নিবে বাংলাদেশ। প্রয়োজন হলে ভারতকে খন্ড খন্ড করে ছেড়ে দেবেন।

জুলাই-আগস্ট পরবর্তীতে গজিয়ে উঠা ইনকিলাব মঞ্চ নামের এই সংগঠনের আহবায়ক ভারত দখলের হুংকার দিয়েই ক্ষান্ত হননি। সনাতন সম্প্রদায়কে নিয়ে নানা অশালীন, আপত্তিকর মন্তব্য করেন। এমনকি তাদের ‘জারজ’ বলে অভিহিত করেন।

শরীফ ওসমান বিন হাদি অভিযোগ করেন, ‘গরু খাওয়ার অপরাধে ভারত মুসলিম হত্যা করে। বাবরি মসজিদ ভেঙে দিয়েছে। এবার তারা আজমির শরিফ দখলে নেওয়ার চেষ্টা করছে। এজন্য তাদের কঠোর মূল্য দিতে হবে। সারা বিশ্ব থেকে যে থুথু আসবে, তাতে তারা ভেসে যাবে।’

খোঁজ নিয়ে জানা গেছে ‘ইনকিলাব মঞ্চ’ জুলাই- আগষ্ট অভ্যুত্থানে অনুপ্রাণিত সাংস্কৃতিক প্ল্যাটফর্ম। সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণই সংগঠনটির লক্ষ্য।
ইনকিলাব মঞ্চের পূর্ব ঘোষিত র‍্যালি ও স্বারকলিপি প্রদানের কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশে ভারতীয় দূতাবাসের সামনে দুপুর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। গুলশান ২ নম্বর চত্বর থেকে ভারতীয় দূতাবাস অভিমুখী সড়কে কয়েক স্তরে এই নিরাপত্তা জোরদার করা হয়। ডিসিসি মার্কেট কাঁচা বাজার ও ইউনিকর্ন প্লাজাসহ একাধিক স্থানে সড়কের উভয় পাশে তাঁদের সতর্ক অবস্থানে দেখা যায়।

বিএনএ/ সৈয়দ সাকিব, ওজি

 

Loading


শিরোনাম বিএনএ