35 C
আবহাওয়া
১:০৪ অপরাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৪
Bnanews24.com
Home » ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু

ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু


বিএনএ, ঢাকা : রাজধানীর তেজগাঁওয়ে ক্রেনের ধাক্কায় যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার চার ঘণ্টার বেশি সময় পর উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহিস্পতিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পুনরায় রেল যোগাযোগ শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।

মাসুদ সারোয়ার বলেন, “দুর্ঘটনার পরপরই আমাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। ট্রেনটি লাইন থেকে সরানোর পর রাত ৯টা ৩০ মিনিটে পুনরায় রেল যোগাযোগ শুরু হয়। তবে শিডিউল মিস হওয়া ট্রেনগুলো পর্যায়ক্রমে ছেড়ে যেতে কিছুটা বিলম্ব হতে পারে।”

এর আগে বিকেলে দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এ ঘটনায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন ট্রেনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন। এর ফলে কমলাপুর স্টেশনে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন ট্রেনের যাত্রীরা শিডিউল মিস হওয়াতে স্টেশনে অপেক্ষা করছেন। অপেক্ষমাণ যাত্রীদের অনেকেই পত্রিকা বা কাগজ বিছিয়ে স্টেশনে বসে রয়েছেন। অনেকেই আবার প্লাটফর্মের পিলারের গোড়ায় শুয়ে পড়েছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ