19 C
আবহাওয়া
৮:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে গ্যাস পাইপে বিস্ফোরণ,দগ্ধ আট জনই আশঙ্কাজনক

রাজধানীতে গ্যাস পাইপে বিস্ফোরণ,দগ্ধ আট জনই আশঙ্কাজনক

বিস্ফোরণ

বিএনএ, ঢাকা: রাজধানীর মহাখালীর রয়েল পেট্রল পাম্প নামের ফিলিং স্টেশনের গ্যাস পাইপের বিস্ফোরণে দগ্ধ আট জনের অবস্থাই আশঙ্কাজনক । এ বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম।

তিনি বলেন, শরীরের অন্যান্য অংশ কম পুড়লেও সবারই শ্বাসনালী পুড়ে গেছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে মহাখালী রয়েল পেট্রল পাম্পে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। চিকিৎসক তরিকুল ইসলাম আরও বলেন,মহাখালী থেকে দগ্ধ অবস্থায় আট জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। আগুনের তীব্রতা অনেক বেশি থাকায় অনেকের শরীরের অন্যান্য অংশ কম পুড়লেও সবারই শ্বাসনালী পুড়ে গেছে। ফলে সবার অবস্থাই আশঙ্কাজনক।

দগ্ধদের মধ্যে আমির হোসাইনের ৩৫ শতাংশ, মো. মাসুমের ৬০ শতাংশ, মো. সালাউদ্দিনের ৬৫ শতাংশ, কামাল আবেদীনের ১৫ শতাংশ, মো. খায়ের মিয়া ১৫ শতাংশ, জীবন ৮ শতাংশ, মোহাম্মদ রানা ৫ শতাংশ ও মোহাম্মদ মামুন ৫ শতাংশ দগ্ধ হয়েছে।

দগ্ধদের মধ্যে আমির হোসাইন, মোহাম্মদ মাসুম, মো. সালাউদ্দিন এবং কামাল আবেদীনসহ চার জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। মো. খায়ের মিয়া ও জীবনসহ দুই জনকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) স্থানান্তর করা হয়েছে এবং বাকি দুই জনকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনলাইনে ৩টি ভূমি সেবা বন্ধ থাকবে ৬দিন রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য সহায়তা বৃদ্ধির অনুরোধ রাষ্ট্রদূতের এক্সরের সময় শিক্ষার্থীর কোমরে মিলল চাকু-হাতুড়ি, পুলিশ ছেড়ে দিল বিএনপির নিকট গণতন্ত্র, বাক, ব্যক্তির স্বাধীনতা নিরাপদ-তারেক রহমান যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডগুলোকে প্রতি জানুয়ারিতে অর্ডারের মূল্যবৃদ্ধির আহ্বান ড. ইউনূসের মাওলানা আতাহার আলীকে বাদ দিয়ে দেশের জাতীয় ইতিহাস রচিত হতে পারে না---ধর্ম উপদেষ্টা গণমাধ্যম অফিসে ভাঙচুর সহ্য করা হবে না: নাহিদ ইসলাম জালের পরিবর্তে সমুদ্রে ট্রলারে মাছ ধরা বাড়াতে হবে-ফরিদা আখতার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু চিন্ময় ব্রহ্মচারীকে আটকের প্রতিবাদে চেরাগীতে বিক্ষোভ