18 C
আবহাওয়া
২:৩৫ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » বৃষ্টিতে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত

বৃষ্টিতে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত

বৃষ্টিতে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত

বিএনএ, স্পোর্টস ডেস্ক: পরিত্যক্ত হয়েছে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা। আলোক স্বল্পতার কারণে কাল প্রথম দিন ৮.২ ওভার বাকি থাকতে শেষ হয়েছিল দিনের খেলা। আজ তাই খেলা শুরু হওয়ার কথা ছিল নির্ধারিত সময় থেকে ১৫ মিনিট আগে। তবে আগে শুরু হওয়া তো দূরে থাক, বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। দুপুর ১টা ৫৪ মিনিটে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে ভোর রাত থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। তবে সময়ের সঙ্গে বৃষ্টির মাত্রা বেড়েছে। অবিরাম বৃষ্টির কারণে দুই দলের ক্রিকেটাররা মাঠেও নামতে পারেননি। অন্যান্য দিন নির্ধারিত ৯০ ওভার রাখা হলেও, আগামীকাল তৃতীয় দিনে খেলা হবে ৯৮ ওভার। খেলা শুরু হবে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে। বিকেলের সেশনেও খেলা হবে ১৫ মিনিট বেশি। যেটা আজকেও হওয়ার কথা ছিল। কিন্তু বেরসিক বৃষ্টি একটি বলও মাঠে গড়াতে দেয়নি।

পিচ ও মাঠ এখনো কাভার দিয়ে ঢাকা। প্রতিকূল আবহাওয়ার কারণে আগামীকালও খেলা হওয়া নিয়ে শঙ্কা আছে। প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশ এই টেস্টেও ভালো অবস্থায় আছে, বলা যায়। বিশেষ করে গতকাল শেষ বিকেলে নিউজিল্যান্ডের পাঁচ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের ১৭২ রানের জবাবে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৫৫ রান।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ