32 C
আবহাওয়া
৭:৩০ অপরাহ্ণ - এপ্রিল ১৩, ২০২৫
Bnanews24.com
Home » যাত্রাবাড়ীতে বাসে দুর্বৃত্তের আগুন, এক যাত্রী দগ্ধ

যাত্রাবাড়ীতে বাসে দুর্বৃত্তের আগুন, এক যাত্রী দগ্ধ

নারায়ণগঞ্জে রি-রোলিং মিলে বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ

বিএনএ, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে পেট্রোল বোমায় যাত্রীবাহী একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান (২৬) নামে এক যাত্রী দগ্ধ হয়েছেন। বুধবার (৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে এই ঘটনাটি ঘটে।

পরে দগ্ধ অবস্থায় ওই যাত্রীকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘যাত্রাবাড়ী থেকে দগ্ধ হয়ে হাসান নামে এক যুবক আমাদের জরুরি বিভাগে আসে। তার অবস্থা আশঙ্কাজনক না হলেও হাত ও পায়ের বেশ কিছু অংশ পুড়ে গেছে। বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসা চলছে। আমরা বিষয়টি ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো .বাচ্চু মিয়া মাধ্যমে সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

আহত হাসান বলেন, বাসটি মাতুয়াইল বাসস্ট্যান্ডে আসার সঙ্গে পেছনের জানালা দিয়ে কয়েক যুবক একটি পলিথিনে করে পেট্রোল ভেতরে ছুঁড়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে বাসে আগুন ধরে যায়। অন্যান্য যাত্রীরা নিচে নেমে গেলেও আমার গাড়ি থেকে নামতে দেরি হওয়ায় আমার পা এবং হাতে আগুন লেগে দগ্ধ হয়। পরে আমার এক আত্মীয়কে সংবাদ দিলে তিনি ঘটনাস্থলে এসে আমাকে শেখ হাসিনা বার্নে নিয়ে আসেন।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আনন্দ শোভাযাত্রার মোটিফে আগুন দেওয়া ব‍্যক্তি শনাক্ত পহেলা বৈশাখে চট্টগ্রামের ব‌ন্দিরাও পাবেন পান্তা ই‌লিশ বুকে ব্যথা নিয়ে চমেক হাসপাতালে নদভী গাজায় গণহত্যার প্রতিবাদে বোয়ালখালীতে হাওলা দরবারের সমাবেশ জিপিএইচ কারখানায় লিফট ছিঁড়ে ২ শ্রমিক নিহত চট্টগ্রাম বারের নির্বাচন নিয়ে বিতর্ক: এডহক কমিটির সদস্যের পদত্যাগ বাংলাদেশি পাসপোর্টে ‘একসেপ্ট ইসরায়েল’ শর্ত পুনর্বহাল শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের ৭ দিনের রিমান্ড, আ‌রও আট মামলায় গ্রেফতার চৈত্র সংক্রান্তি: বাংলা বছরের বিদায়ী দিনে শিরীষতলায় বর্ষ বিদায়ের আয়োজন আনোয়ারায় বিদ্যুৎ বন্ধ করে নারী-পুরুষের ওপর হামলা, থানায় মামলা