18 C
আবহাওয়া
৭:৪৩ পূর্বাহ্ণ - ফেব্রুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » ডিবির পর র‍্যাব জিজ্ঞাসাবাদে ইমন

ডিবির পর র‍্যাব জিজ্ঞাসাবাদে ইমন

ডিবির পর র‍্যাব জিজ্ঞাসাবাদে ইমন

বিএনএ, ঢাকা : সদ্য পদত্যাগকারী তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসানের সঙ্গে ফোনালাপ ফাঁসের ঘটনায় চিত্রনায়ক ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য সদরদপ্তরে নিয়েছে র‍্যাব। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সাম্প্রতিক অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চিত্রনায়ক মামনুন হাসান ইমনকে র‍্যাব সদরদপ্তরে ডাকা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।

ফোনালাপ ফাঁসের ঘটনায় এর আগে সোমবার রাত ৯টার দিকে  ইমন  ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে যান।

এ ব্যাপারে ইমন বলেন, ‘নিজের ইচ্ছায় আমি ডিবি অফিসে গিয়েছিলাম। নিজের নিরাপত্তাসহ আমার ফেসবুক, ফোন যেন হ্যাক না হয় সেই বিষয়ে কথা বলার জন্যই মূলত সেখানে গিয়েছিলাম। এ ছাড়া আমার অবস্থান তাদের পরিষ্কারভাবে জানিয়ে এসেছি।’

তিনি বলেন, ‘তারা আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকেনি। আমার আগামী সিনেমা মুক্তি পাবে চলতি মাসে। সেটার দাওয়াত দিয়ে এসেছি।

উল্লেখ্য, রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে মাহিয়া মাহি, ইমন ও মুরাদ হাসানের একটি ফোনালাপ ফাঁস হয়। সেখানে অশ্লীল ও আপত্তিকর ভাষায় মাহির সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি মাহিকে ধর্ষণের হুমকি দেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম গ্রেফতার ১৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে কানাডার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান অব্যাহত অটোমেটেড ভূমিসেবা সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোজন জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে ৯.৯৪ শতাংশ প্রতিবন্ধীদের ভাতার পরিবর্তে আর্থিক স্বাবলম্বী হবার সুযোগ দিতে হবে--- সমাজকল্যাণ উপদেষ্টা নতুন প্রক্রিয়ায় মার্কিন ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি ফারুক খানের ফেসবুকে স্ট্যাটাস, কারা অধিদপ্তরের ব্যাখ্যা এ্যাকশানে সিএমপি,আওয়ামী লীগ-ছাত্রলীগের আরও ৪৬ নেতাকর্মী গ্রেফতার