18 C
আবহাওয়া
৫:৫৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » ধামরাইয়ে অটোরিকশায় বৈদ্যুতিক খুঁটি পড়ে যুবক নিহত

ধামরাইয়ে অটোরিকশায় বৈদ্যুতিক খুঁটি পড়ে যুবক নিহত


বিএনএ, সাভার : ঢাকার ধামরাইয়ে চলন্ত সিএনজির ওপর বিদ্যুতের খুঁটি পড়ে ইমরুল কাউসার (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালক আহত হন।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার বালিয়া ইউনিয়নের কাওয়ালীপাড়া-সাটুরিয়া সড়কের বিডি ফুড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরুল কাউসার ধামরাইয়ের আমতা ইউনিয়নের শিয়ালোপাড়া এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে। আহত সিএনজি চালক মিজানুর রহমান ধামরাইয়ের আমতা ইউনিয়নের নান্দেশ্বরী এলাকার আসারুল্লা আলীর ছেলে।

পুলিশ জানায়, বিকেলের দিকে কাওয়ালীপাড়া থেকে সাটুরিয়ার দিকে যাবার পথে আঞ্চলিক সড়কের পাশে নতুন খুঁটি স্থাপনের সময় খুঁটিটি সিএনজির ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। এছাড়া আহত সিএনজি চালককে উদ্ধার করে প্রথমে কাওয়ালীপাড়ার জনকল্যাণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিএনএনিউজ/ ইমরান খান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ