বিএনএ,জামালপুর : জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাংবাদিকদের নিয়ে আপত্তিকর বক্তব্য এবং ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার হুমকি প্রদানকারী পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদকে জামালপুর থেকে প্রত্যাহারের দাবিতে জামালপুর জেলা প্রেসক্লাব চত্বরে অবস্থান কর্মসূচী পালন করেছে। জামালপুর জেলায় কর্মরত সাংবাদিকরা জামালপুর জেলা প্রেসক্লাব চত্বরে ওই অবস্থান কর্মসূচী পালন করে।
অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট ইউসুফ আলী, যমুনা টিভির জেলা প্রতিনিধি জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব হাসান, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, এসএ টিভির জেলা প্রতিনিধি ফজলে এলাহি মাকাম, জামালপুর জেলা প্রেসক্লাবের সদস্য দি বাংলাদেশ টুডে এর সাংবাদিক এম সুলতান আলম, ডিবিসির জেলা প্রতিনিধি শুভ্র মেহেদী, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুকুল রানা, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজকের জামালপুর পত্রিকার সম্পাদক এম এ জলিল প্রমুখ।
উল্লেখ ৩ ডিসেম্বর রাতে পুনাক মেলা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করতে ডাকেন পুলিশ সুপার। ওই অবহিতকরণ সভায় উপস্থিত না থাকায় পুলিশ সুপার ক্ষিপ্ত হয়ে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানকে ধরে পিটিয়ে চামড়া তুলে ফেলা এবং ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর হুমকী দেন।
বিএনএনিউজ২৪.কম/শাহীন/এনএএম