25 C
আবহাওয়া
৫:৫৩ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ফিফা আরব কাপ: তিউনেশিয়া ও মৌরিতানিয়ার জয়

ফিফা আরব কাপ: তিউনেশিয়া ও মৌরিতানিয়ার জয়

Tunisia's coach Mondher El Kabir speaks to his players during a training session in Doha. Pic: Twitter

তেল সমৃদ্ধ দেশ কাতারে চলমান ফিফা আরব কাপ(FIFA Arab Cup 2021) ফুটবল প্রতিযোগিতায়  সোমবার(৬ডিসেম্বর) রাতে মৌরিতানিয়া ২-১গোলে শক্তিশালী সিরিয়াকে হারিয়েছে।

অপর খেলায় তিউনেশিয়া ১-০গোলে সংযুক্ত আরব আমিরাতকে পরাজিত করেছে।

আগের নিউজ : শনি ও রোববারের খেলার ফলাফল

 

ইতোপূর্বে  ফিফা আরব কাপ ১৯৯২ সালে মিশর(ইজিপ্ট),১৯৯৮ এবং ২০০২সালে সৌদিআরব এবং ২০১২সালে মরক্কো চ্যাম্পিয়ন হয়।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ