27 C
আবহাওয়া
৪:১০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » টেকনাফের শীর্ষ সন্ত্রাসী  গ্রেফতার

টেকনাফের শীর্ষ সন্ত্রাসী  গ্রেফতার


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের শীর্ষ  সন্ত্রাসী ও বহু মামলার আসামি রিদোয়ানকে গ্রেপ্তার করেছে  পুলিশ।  বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ দস্তগীর হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিদোয়ান স্বীকার করে যে , তিনি দীর্ঘদিন ধরে বাহারছড়া কচ্ছপিয়া এলাকা দিয়ে মানবপাচার, মায়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গা ও মাদক ইয়াবা আনাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। সম্প্রতি মায়ানমার থেকে পলাতক সেনাসদস্যদের সমুদ্রপথে এনে তাদের অস্ত্র কেড়ে নিয়ে মানবপাচারের কাজে একটি বড় গ্যাং গঠন করেছেন বলেও জানান তিনি। এসব অস্ত্র দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ দস্তগীর হোসেন জানান, রিদোয়ানকে গ্রেফতারের জন্য পুলিশের পাশাপাশি র‌্যাব এবং বিজিবি বিভিন্ন সময়ে অভিযান চালালেও তার বিশাল সশস্ত্র বাহিনী  পাহারা থাকার কারণে দীর্ঘদিন ধরে সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে  আসছিল। অবশেষে আজ বিশেষ কৌশলে তাকে আটক করা হয়েছে।
বিএন এ নিউজ,এইচএম ফরিদুল আলম শাহীন/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ