34 C
আবহাওয়া
৭:১৭ অপরাহ্ণ - আগস্ট ১১, ২০২৫
Bnanews24.com
Home » আবারও বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

আবারও বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

আবারও বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

বিএনএ, ঢাকা : আগামী দুইদিন সারাদেশে মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরের দিন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া বিভাগ।

এতে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ অবস্থায় আবহাওয়া অফিস বলছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এর পরের ২৪ ঘণ্টা খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিন্ম তাপমাত্রা ছিল তেতুলিয়ায় ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন মংলায় সবচেয়ে বেশি ২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

বিএনএনিউজ/ বিএম/শাম্মী/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ