বিএনএ,স্পোর্টসডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের গ্রুপ টু এর নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ১৬০ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। রোববার(৭ নভেম্বর) শারজা স্টেড়িয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
টস জিতে প্রথমে বাবর আজম ,হাফিজের ব্যাটিংয়ে শেষে সোয়েব মালিকের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৯ রান করে পাকিস্তান।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে ধীর গতিতে রান তুলতে থাকে পাকিস্তান। একসময় ১৫০ হবে কি না প্রশ্ন ছিল তবে অধিনায়ক বাবরের ফিফটি এবং হাফিজ ও মালিকের ঝড়ো ইনিংসের ওপর ভর করে ১৮৯ রানের বিশাল পুঁজি পায় পাকিস্তান।
হাফিজ ১৯ বলে ৩১ রান করে আউট হলেও মালিক করেন ১৮ বলে অপরাজিত ৫৪ রান।বোলিংয়ে স্কটল্যান্ডের কেউই সুবিধা করতে পারেনি। ৪ ওভারে ৪৩ রান খরচায় ক্রিস গ্রায়েভস নেন ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান : ২০ ওভার ১৮৯/৪ ( বাবর ৬৬,সোয়েব মালিক ৫৪ ,হাফিজ ৩১,, ক্রিস গ্রায়েভস ৪৩/২)
বিএনএ/এমএম