22 C
আবহাওয়া
৫:১৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

বিএনএ, চট্টগ্রাম: দেশের শীর্ষ স্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার ঘটনায় মানববন্ধন করেছেন চট্টগ্রামে কর্মরত ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সাংবাদিকরা। রোববার (৭ নভেম্বর) বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে বক্তব্য দেন- বিএফইউজের সাবেক সহ সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান রিয়াজ হায়দার, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব ও বাংলানিউজের ডেপুটি এডিটর তপন চক্রবর্তী, কালের কণ্ঠের ব্যুরো চিফ মুস্তফা নঈম, দ্য ডেইলি সানের ব্যুরো চিফ নূর উদ্দিন আলমগীর মিলন, কালের কণ্ঠের ডেপুটি চিফ শিমুল নজরুল, নিউজটোয়েন্টফোরের চট্টগ্রাম ইনচার্জ শেখ জায়েদ, সিইউজের প্রতিনিধি ইউনিটের চিফ সাইদুল ইসলাম ও ডেপুটি চিফ সোহেল সরওয়ার।

বক্তারা বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে এ হামলার চক্রান্তকারিদের আইনের আওতায় আনার দাবি জানান।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
প্রবাসীদের স্বজনদের জন্য শাহজালালে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন দেশীয় জাত সংরক্ষণে বিএলআরআইকে ভূমিকা রাখতে হবে-মৎস্য উপদেষ্টা ছাত্র-জনতার আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে নৌ উপদেষ্টা জুলাই-আগস্ট বিপ্লবের লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ গঠন--ভূমি উপদেষ্টা গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১, আহত ৮ রাবি ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল চেয়ে আমরণ অনশনে পাঁচ শিক্ষার্থী ধেয়ে আসছে দুই ঘূর্ণিঝড় চসিকে যে দুর্নীতি হয়েছে তার শ্বেতপত্র বের হওয়া উচিত : মেয়র