বিএনএ,স্পোর্টসডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের গ্রুপ টু এর সেমিতে যাওয়ার লড়াইয়ে আফগানিস্তানের দেয়া ১২৫ রান টপকাতে পারলে সেমিতে নিউজিল্যান্ড। যদি নিউজিল্যান্ড হেরে যায়। আফগানিস্তানকে তাকিয়ে থাকতে হবে ভারত-স্কটল্যান্ডের ম্যাচের ফলাফলের দিকে। যদি ভারত জিতে যায় তখন রান রেটে যে দল এগিয়ে থাকবে তারাই পাকিস্তানের সঙ্গী হয়ে সেমির টিকিট পাবে গ্রুপ টুয়ের হয়ে।
নিউজিল্যান্ড ৪ ম্যাচে ৩ জয় এক হারে ৬ পয়েন্ট +১.২৭৭ রান রেটে। আফগানিস্তান ৪ ম্যাচে ২ জয় ২ হারে ৪ পয়েন্ট +১.৪৮১ রান রেটে। ভারত ৪ ম্যাচে ২ হার ২ জয়ে ৪ পয়েন্ট +১.৬১৯ রান রেটে।
রোববার (৭ নভেম্বর) আবু ধাবির শেখ জায়েদ স্টেড়িয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নাজিবুল্লাহ জাদরানের অসাধারণ ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে আফগানিস্তান। বল হাতে বোল্ট নেন ৩টি ,সাউদি নেন ২টি উইকেট। জয়ের জন্যে ১২৫ রানের জবাবে ব্যাট করছে নিউজিল্যান্ড।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। ১৯ রানেই প্রথম সারির ৩ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় তারা। দলীয় ৫৬ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ফেরেন গুলবাদিন নাইব।
এরপর অধিনায়ক মোহাম্মদ নবীকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে ৪৮ বলে ৫৯ রানের জুটি গড়েন নজিবুল্লাহ জাদরান।
ইনিংসের শুরুতে ১৯ রানে ৩ উইকেট হারানো দলটি ইনিংসের শেষ দিকে মাত্র ৯ রানের ব্যবধানে হারায় ৪ উইকেট।
টিম সাউদির করা ১৮তম ওভারের শেষ বলে সাউদির হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন অধিনায়ক মোহাম্মদ নবী। ২০ বলে ১৪ রান করে আউট হন তিনি।
ইনিংসের শুরু থেকে ব্যাটিং তাণ্ডব চালিয়ে যাওয়া নজিবুল্লাহ জাদরানকে ১৯তম ওভারে সাজঘরে ফেরান ট্রেন্ট বোল্ট। তার বলে জেমস নিশামের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৪৮ বলে ৬টি চার ও তিন ছক্কায় ৭৩ রান করেন এই মিডল অর্ডার ব্যাটার।
নজিবুল্লাহ আউট হওয়ার এক বল পর আউট হন করিম জানাত। জেমস নিশামের করা ইনিংসের শেষ ওভারে রশিদ খান ২ রানের বেশি করতে পারেননি। শেষ বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। তার বিদায়ে ৮ উইকেট হারিয়ে ১২৪ রান তুলতে সমর্থ হয় আফগানিস্তান।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান: ২০ ওভারে ১২৪/৮ (নজিবুল্লাহ জাদরান ৭৩, গুলবাদিন নাইব ১৫, মোহাম্মদ নবী ১৪; ট্রেন্ট বোল্ট ১৭/৩),সাউদি ২৪/২।
বিএনএ/এমএম