17 C
আবহাওয়া
৬:২৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » ভাড়া বাড়ল ২৭ শতাংশ, ধর্মঘট প্রত্যাহার

ভাড়া বাড়ল ২৭ শতাংশ, ধর্মঘট প্রত্যাহার


বিএনএ, ঢাকা : বাস ভাড়া বাড়ল ২৭ শতাংশ। বাস মালিকরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন। মালিকদের গাড়ি চালানোর আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ খান।

বিআরটিএর সঙ্গে ভাড়া পুনঃনির্ধারণ বৈঠক শেষে রবিবার (৭ নভেম্বর) বিকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সারাদেশে দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সা হচ্ছে। আর মহানগরীতে বিভিন্ন রুটের বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সার থেকে বেড়ে হচ্ছে ২ টাকা ১৫ পয়সা। মিনিবাসের ক্ষেত্রে  ১ টাকা ৬০ পয়সা থেকে বেড়ে হচ্ছে ২ টাকা ৫ পয়সা।

এই হিসাবে দূরপাল্লার বাসের ভাড়া ২৭ শতাংশ এবং ঢাকায় ২৬ দশমিক ৫ শতাংশ  ভাড়া বাড়ছে। বাসের সর্বনিম্ন  ভাড়া ১০ টাকা এবং  মিনিবাসে ৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার থেকে নতুন ভাড়া কার্যকর হবে বলে জানিয়েছেন বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।

ভাড়ার এই নতুন হার ডিজেলচালিত বাসের জন্য প্রযোজ্য জানিয়ে তিনি বলেন, “সিএনজিচালিতে বাসের ভাড়া এক পয়সাও বাড়ানো যাবে না, তাদের জন্য এই ভাড়া প্রযোজ্য নয়, আগের রেটে নেবে।”

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ