23 C
আবহাওয়া
৯:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » অব্যাহতি দেয়া হয়েছে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে

অব্যাহতি দেয়া হয়েছে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে

অব্যাহতি দেয়া হয়েছে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে

বিএনএ, বিশ্বডেস্ক: লিবিয়ার প্রেসিডেন্সিয়াল কাউন্সিল পররাষ্ট্রমন্ত্রী নাজলা এল-মঙ্গুশকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। তার বিরুদ্ধে প্রশাসনিক রীতিনীতি লঙ্ঘনের অভিযোগে তদন্ত শুরু করেছে সরকার। এ ছাড়া তার ভ্রমণেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

লিবিয়া সরকারের মূখপাত্র নাজলা ওয়েহেবা শনিবার  (৬ নভেম্বর) লিবিয়া প্যানোরামা টেলিভিশন চ্যানেলকে বলেছেন,  আন্তর্জাতিক সম্মেলনের কয়েকদিন আগে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
এল-মারসাদ নিউজ ওয়েবসাইট জানায়,  তিনি কাউন্সিলের সাথে পরামর্শ না করেই বিদেশী নীতির সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য,  মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ১২ নভেম্বর প্যারিসে লিবিয়া নিয়ে একটি সম্মেলন ডেকেছেন। এতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং অন্যান্য বিশ্ব নেতাদের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ