34 C
আবহাওয়া
৮:০৭ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » আফগানিস্তানের আজকের (৭ নভেম্বর) খবর

আফগানিস্তানের আজকের (৭ নভেম্বর) খবর

নানগারহার প্রদেশে ২৫জন দায়েশ বা আল কায়েদা সদস্য আত্মসমর্পন

আফগানিস্তানের আজকের (৭ নভেম্বর) খবর। ১৫ আগস্ট তালেবান ও তাদের সহযোগিরা আফগানিস্তান দখল করার পর থেকে দেশটির অর্থনৈতিক অবস্থার করুন অবনতি ঘটেছে।  নগদ টাকার অভাবে আমদানী রপ্তানী বন্ধ। সরকারি কোষাগার খালি থাকায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা বহু মাস ধরে পাচ্ছে না বেতন। হাসপাতালে নেই ওষুধ। তেলের অভাবে চলছে না হাসপাতালের জেনারেটর, অ্যাম্বুলেন্স।চিকিৎসা ব্যাহত হচ্ছে।

কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই তাই পরিবারের সদস্যদের আহার যোগাড় করতে রাস্তায় বসে ব্যবহায্য জিনিসপত্র বিক্রি করছে সাধারণ আফগানরা। কাবুলের রাস্তায় রাস্তায় এমন দৃশ্য চোখে পড়ছে। ক্ষুধা আর অভাবের তাড়নায় ঘরের জিনিসপত্র বিক্রি করতে বাধ্য হচ্ছেন বলে জানান দরিদ্র আফগানরা।

এদিকে ইউনিসেফ জানিয়েছে চলতি বছরের প্রথম ৬মাসে আফগানিস্তানে ৪৬০ শিশু বিভিন্ন ঘটনায় নিহত হয়েছে।

১৪৯জন আফগান শরণার্থীকে আটক করেছে তুরস্ক বর্ডার গার্ড সদস্যরা।

শনিবার নানগারহার প্রদেশে ২৫জন দায়েশ বা আল কায়েদা সদস্য আত্মসমর্পন করেছে। তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। এ নিয়ে গত ২ মাসে ২৫০জন দায়েস সদস্য যারা প্রদেশটির বিভিন্ন স্থানে সক্রিয় ছিল, তারা ইসলামিক আমিরাত আফগানিস্তানের নিকট আত্মসমর্পন করলো। আত্মসমর্পনকারীরা জানান, তারা স্বাভাবিক জীবনে ফিরতে চান।

 

bna news 24, SGN

 

Loading


শিরোনাম বিএনএ