15 C
আবহাওয়া
১০:৫৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » মোংলায় গ্যাস কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬

মোংলায় গ্যাস কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬

মোংলায় গ্যাস কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬

বিএনএ ডেস্ক: মোংলা বন্দরের  অবস্থিত বসুন্ধরা গ্যাস কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছে। শনিবার(৬নভেম্বর) সন্ধ্যায় কারখানার মেইন পয়েন্ট থেকে ৪৫ কেজি ওজনের একটি বড় সিলিন্ডারে গ্যাস ভরার সময় এ বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে।দগ্ধ ছয়জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তারা হচ্ছে, বাগেরহাট মোংলার শেলাবুনিয়া গ্রামের মো: সাইফুল ইসলাম (৩০), রামপাল উপজেলার ফয়লা বাজারের মো: তরিকুল ইসলাম (২৮), সোনাতুনিয়া গ্রামের আজিম (৩১), পেড়িখালী গ্রামের ইমরান (২৯) ও একই এলাকার হাসান সিকদার (২৮) ও খুলনার বটিয়াঘাটার নূর আলম (২৬)।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় মোংলা বন্দরের শিল্পাঞ্চলের বসুন্ধরা নামের একটি গ্যাস কারখানায় গ্যাস বোতলজাত (সিলিন্ডার) করছিল শ্রমিকরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৪৫ কেজি ওজনের একটি সিলিন্ডার লিকেজ হয়ে হঠাৎ বিস্ফোরিত হয়। এ সময় কারখানার মধ্যে গ্যাস সিলিন্ডার ভর্তি করার কাজে নিয়োজিত ছয়জন শ্রমিক গ্যাসের আগুনে দগ্ধ হয়। বিএনএ/ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ