24 C
আবহাওয়া
১০:২১ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » যুদ্ধ ঘোষণা করল ইসরায়েল

যুদ্ধ ঘোষণা করল ইসরায়েল

যুদ্ধ ঘোষণা করল ইসরায়েল

বিএনএ, বিশ্ব ডেস্ক: ইসরায়েলের বিরুদ্ধে স্মরণকালের সবচেয়ে বড় সামরিক অভিযান শুরু করেছে ফিলিস্তিনপন্থি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। গাজা উপত্যকা থেকে ইসরায়েলে প্রায় ৫ হাজার রকেট হামলা চালানো হয়েছে। এ ঘটনার জবাবে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল। খবর আলজাজিরার।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলিদের প্রতি দেওয়া এক বার্তায় বলেন, আমরা এখন যুদ্ধাবস্থায় আছি। তিনি আরও বলেন, আমরা জিতব। আমাদের শত্রুদের এর জন্য কঠিন মূল্য দিতে হবে। এ সময় তিনি ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা মানার আহ্বান জানান। খবর দ্য গার্ডিয়ানের।

দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের এ হামলার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ইসরায়েলি সশস্ত্র বাহিনীর প্রধান। পরিস্থিতির আলোকে তিনি পাল্টা অভিযানের পরিকল্পনা নিচ্ছেন। এ ঘটনার দায় ও পরিণতি হামাসকে ভোগ করতে হবে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ‘ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে হামাস ‘গুরুতর’ ভুল করেছে। আইডিএফ সৈন্যরা প্রতিটি অবস্থানে শত্রুর বিরুদ্ধে লড়াই করছে।’

ইসরায়েলের স্বাস্থ্যবিভাগের কর্মীরা জানিয়েছেন, হামাসের এ হামলায় অন্তত এক নারী নিহত হয়েছেন। এছাড়া এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। এএফপি জানিয়েছে, শনিবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে বিভিন্নস্থানে এ হামলা চালানো হয়েছে। এ হামলা আধা ঘণ্টা চলমান ছিল।

হামাসের সশস্ত্র শাখা আল-ক্বাসাম ব্রিগেডের নেতা মোহাম্মদ দায়েফ সংবাদমাধ্যমে এ সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন। তিনি ফিলিস্তিনিদের সব জায়গায় যুদ্ধের আহ্বান জানান। এ অভিযানকে ‘অপারেশন আল-আকসা স্টর্ম’ বলে ঘোষণা দিয়ে তিনি বলেন, আমরা বলতে চাই যথেষ্ট হয়েছে। পৃথিবীতে দখলদারদের বিরুদ্ধে বিশাল যুদ্ধের দিন আজ। এ সময় সামরিক অভিযান রকেট হামলার সংখ্যা ৫ হাজারের কাছাকাছি বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি সামরিক বাহন জব্দ করে তা গাজার দিকে নিয়ে যাচ্ছে। এছাড়াও প্রায় ৪০ জনের মতো ইসরায়েলি সেনাসদস্যকেও গ্রেপ্তার করেছে ফিলিস্তিনি যোদ্ধারা। এই অভিযানে হামাসের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের আরেক স্বাধীনতাকামী সংগঠন ইসলামিক জিহাদ।

আরও পড়ুন: ফেনীতে দুই শিশু হত্যার দায় স্বীকার আজিম-মায়া’র

ইসরায়েলি বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, আল-ক্বাসাম ব্রিগেডের নিক্ষেপ করা রকেট দেশটির রাজধানী তেল আবিব পর্যন্ত পৌঁছে গেছে।

সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, শনিবার ভোররাতে হামলা শুরু হয়। এর কিছুক্ষণ পর হামাসের যোদ্ধারা দক্ষিণ সীমান্ত দিয়ে ইসরায়েলে অনুপ্রবেশ করতে শুরু করে। এমন ঘটনা এর আগে কখনো দেখা যায়নি।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও জানিয়েছে, সীমান্ত দিয়ে বেশ কয়েকজন ‘সন্ত্রাসী’ তাদের দেশে ঢুকে পড়েছেন।

ইসরায়েলের হারেৎজ সংবাদপত্রের তেল আবিব প্রতিনিধি উদি মুসকাফ বলেন, অধিকাংশ ইসরায়েলি কেবল হামাসের রকেটকে ভয় করছেন না, ইসরায়েলি বসতিতে হামাস যোদ্ধাদের ঢুকে পড়াও তাদের শঙ্কিত করে তুলেছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ