17 C
আবহাওয়া
৫:২৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৩, ২০২৫
Bnanews24.com
Home » ভারতে চালক ছাড়াই মেট্রোরেল চলবে

ভারতে চালক ছাড়াই মেট্রোরেল চলবে

ভারতে চালক ছাড়াই মেট্রোরেল চলবে

বিএনএ, বিশ্বডেস্ক : ভারতের চেন্নাইয়ে মেট্রোরেল চলবে চালক ছাড়াই। পুরোপুরি সিগন্যালিং ব্যবস্থার উপর নির্ভর করেই চলবে রেল।

মেট্রোরেল সূত্র জানায়, দু’টি পর্যায়ে এই পরিষেবা চালু করা হবে।

চেন্নাই মেট্রোরেলের (সিস্টেমস-অপারেশনস) প্রধান কর্মকর্তা রাজেশ চতুর্বেদী বলেন, “চেন্নাই মেট্রোর দ্বিতীয় পর্যায়ের কাজ খুব দ্রুত গতিতে চলছে। এই পর্যায়ে ট্রেন পরিষেবা পুরোপুরি চালকবিহীন হবে। সিগন্যালের ওপর নির্ভর করে ট্রেন ছুটবে।”

রাজেশ আরও জানিয়েছেন, ২০২৬ সালের মধ্যে এই পরিষেবা চালু করার প্রস্তুতি চলছে। তাঁর কথায়, “চেন্নাই মেট্রোর মূল লক্ষ্য হল আরও বেশি সংখ্যক মানুষকে নির্বিঘ্নে পরিষেবা দেওয়া। তা ছাড়া যাত্রীরা যাতে সহজে টিকিট কাটতে পারেন, তার জন্য কিউআর কোডও চালু করা হচ্ছে।”

দ্বিতীয় পর্যায়ের এই প্রকল্পকে তিনটি করিডরে ভাগ করা হয়েছে বলে জানিয়েছেন রাজেশ। এই পর্যায়ে ট্রেন চলবে মোট ১১৮.৯ কিলোমিটার। এই গোটা রেলপথে থাকবে ১২৮টি স্টেশন।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ