24 C
আবহাওয়া
২:৫৭ অপরাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » ফেনীকে জাতীয় পার্টির দুর্গ হিসেবে গড়তে কাজ করুন : মাসুদ চৌধুরী এমপি

ফেনীকে জাতীয় পার্টির দুর্গ হিসেবে গড়তে কাজ করুন : মাসুদ চৌধুরী এমপি


বিএনএ, ফেনী : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফেনী জেলা জাতীয় পার্টির উপদেষ্টা লে. জেনারেল অব. মাসুদ উদ্দিন চৌধুরী এমপি বলেছেন, রংপুরের ন্যায় ফেনীকে দলের দুর্গ হিসেবে গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে ফেনী জেলা জাতীয় পার্টির উদ্যোগে মাসুদ চৌধুরী এমপির বাড়ীর কার্যালয়ে জেলা, উপজেলা, পৌরসভা ও জেলার অধীনস্থ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

আগামী সংসদ নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ড আরো এগিয়ে নিতে ফেনী জেলা জাতীয় পার্টির এই সভায় লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এমপি বলেন- জাতীয় পার্টি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। তাই দলের সব পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নে দীর্ঘ সময় কাজ করেছেন তাঁর দেখানো পথ ধরে আমাদের এগিয়ে যেতে হবে।

জেলা জাতীয় পার্টির সভাপতি মোতাহের হোসেন চৌধুরী রাশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আবু সুফিয়ান, মানু মিয়া পাটোয়ারী, রফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শাহরিয়ার ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মৃধা, সদস্য জহিরুল ইসলাম, ফেনী সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাফর উল্যাহ খান, সাধারণ সম্পাদক রেজওয়ানুর রহমান সজীব, ফেনী পৌর জাতীয় পার্টির সভাপতি নুর আলম বাঁশি, জেলা মহিলা পার্টির সভাপতি ফারহানা আইরিন,জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক নুর নবী খোন্দকার, জেলা ওলামা পার্টির সভাপতি আবদুর রহিম সোহেল, জেলা জাতীয় যুব সংহতির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মামুন ও জেলা ছাত্রসমাজের আহবায়ক জাহিদুল ইসলাম প্রমুখ।

বিএনএনিউজ/এবিএম নিজাম উদ্দিন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ