16 C
আবহাওয়া
৭:৫৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৮, ২০২৫
Bnanews24.com
Home » সাগরে ডুবলো লাইটার জাহাজ ‘এমভি টিটু-৭’

সাগরে ডুবলো লাইটার জাহাজ ‘এমভি টিটু-৭’

সাগরে ডুবলো লাইটার জাহাজ ‘এমভি টিটু-৭’

বিএনএ, চট্টগ্রাম : পতেঙ্গা সৈকতের অদূরে হলুদ বয়ার কাছে ডুবে গেছে  ‘এমভি টিটু-৭’ নামের একটি লাইটার জাহাজ।তবে জাহাজটির ১৩ নাবিক নিরাপদে আছেন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, এমভি টিটু-৭ নামের লাইটার জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে আমদানি করা স্ক্র্যাপ নিয়ে কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাটে যাওয়ার কথা ছিল। পতেঙ্গা সৈকত এলাকার হলুদ বয়ার কাছে জাহাজটি ডুবে গেছে।  এ সময় পারাপারের একটি বোট গিয়ে নাবিকদের নিরাপদে উদ্ধার করে।

তবে জাহাজ কোন ধরনের সমস্যা হচ্ছেনা বলে সূত্র আরও জানায় ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ