19 C
আবহাওয়া
৩:১৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » পটুয়াখালীতে আগুনে পুড়লো শতাধিক দোকান

পটুয়াখালীতে আগুনে পুড়লো শতাধিক দোকান

পটুয়াখালীতে আগুনে পুড়লো শতাধিক দোকান

বিএনএ পটুয়াখালী: পটুয়াখালী শহরে ভয়াবহ আগুনে পুড়ে গেছে শতাধিক দোকান। বৃহস্পতিবার (৭ অক্টোবর ) ভোরে শহরের নিউ মার্কেটে এই অগ্নিকাণ্ড ঘটে। আর মুহূর্তেই তা পুরো মার্কেট এলাকায় ছড়িয়ে পড়ে।

বরিশাল বিভাগের ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জানান, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মাহ্ফুজুর রহমান।

প্রায় তিন ঘণ্টার আগুনে কৃষি পণ্য, মাছ ও মাংসের আড়ৎসহ বিভিন্ন দোকান পুড়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শাহজালাল খান বলেন,  অগ্নিকাণ্ডে দুই শতাধিক দোকান পুড়েছে। এতে ব্যবসায়ীদের ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে ওঠা কারও পক্ষেই সম্ভব না বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ