20 C
আবহাওয়া
২:৪৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে বিস্ফোরণ, দগ্ধ ১২

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে বিস্ফোরণ, দগ্ধ ১২

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে বিস্ফোরণ, দগ্ধ ১২

বিএনএ, সীতাকুণ্ড : চট্টগ্রামের সীতাকুণ্ডের শিপ ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণ ও আগুনে অন্তত ১২ দগ্ধ হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কাশেম জুট মিলস এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ড কুমিরা এলাকার এস এন করপোরেশন ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায়।

আহত ১২ জনের মধ্যে ৮ জনের নাম পাওয়া যায় তারা হলেন, জাহাঙ্গীর (৪৮), আহমেদ উল্লাহ (৩৮), কাশেম (৩৯), শাওন (২০), আলামিন (২৩), কলিমুল (২১), হাবিব (৩৬), বাহার (২৭) এই ইয়ার্ডটি বিশিষ্ট শিল্পপতি শওকত আলী চৌধুরীর।

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে এসএম করপোরেশন ইয়ার্ডের কর্মকর্তারা।

বিএনএনিউজ/এইচ.এম/ বিএম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ